উপকরণ:
মিষ্টিদই ১ কেজি,
টক দই ১ কাপ
মালাই দেড় কাপ,
আমন্ড বাদাম (কাঠবাদাম) ৪ টেবিল-চামচ,
সরিষা গুঁড়া ২ টেবিল-চামচ,
লবণ পরিমাণমতো,
বিট লবণ ১ টেবিল-চামচ,
পুদিনাপাতা বাটা ২ টেবিল-চামচ,
কাঁচামরিচ বাটা ২ চা-চামচ বা পরিমাণমতো,
সাদা গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ,
জিরা (টালা গুঁড়া) দেড় চামচ,
ধনে (টালা গুঁড়া) দেড় চামচ,
পানি (দইয়ের ঘনত্ব বুঝে) আন্দাজমতো, (বোরহানি বেশি পাতলা হবে না, একদম ঘনও নয়)
তেঁতুলের মাড় (বোরহানির টক বুঝে) আন্দাজমতো।
প্রণালি:
- -দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে ছেঁকে নিতে হবে।
- -সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে বা ব্লেন্ডারে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন হলে আরও পানি দিতে হবে।
- -ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
লিখাটা আপনাদের কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম,আপনাদের মতামত আমাদের কাম্য।ইমেইল করে বা কমেন্টস এ আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকুন , সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।
No comments:
Post a Comment