#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Wednesday, September 16, 2015

নাম নিয়ে ভাবনা আর না আর না

হেলো ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আজকে আমি লিখতে যাচ্ছি বাচ্চা দের নাম নিয়ে। হা একটা সময় ছিল পরিবারে কোন নতুন শিশু জন্ম নিলে হয় শুনে শুনে অথবা পাড়ার মসজিদের ইমামকে ডেকে ঐ বাবুর নাম রাখা হত। তখন নাম গুলিও ছিল অনেক বেশি কমন। রহিম, করিম, আকবার, জব্বার, জামাল, কামাল ইত্যাদি ইত্যাদি। দেখা গেছে একই এলাকায় কামালের সংখ্যা ১০ জন হয়ে গেছে। বর্তমানে এই পরিস্থিত কিন্তু আর নাই। এখন আধুনিক যুগ। সবাই চিন্তা করে আমার সন্তানের নাম আলাদা হবে এবং অর্থবহ হবে। আর এই কথা মাথায় রেখে দিয়ে দিলাম কত গুলি অয়েব সাইটের ঠিকানা। যেখান থেকে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের নাম একদম অর্থ সহ। 


১। http://www.babble.com/baby-names
২। http://www.babycenter.com/popularBabyNames.htm?year=2015
৩। http://www.babycenter.com/baby-names
৪। http://babynames.net/girl
৫। http://www.harpersbazaar.com/culture/features/g4984/unique-baby-names/

এই ওয়েবসাইট গুলি ভিজিট করে দেখে নিতে পারেন। ধন্যবাদ। পোষ্টটি ভাল লাগলে কমেন্টসে জানান। 


No comments:

Post a Comment