#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Wednesday, August 26, 2015

RHCE রোড টু Hard work

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। ভাল আছেন নিশ্চয়ই।
জীবনে মানুষ যা চায় তা সব সময় পায় না। এটা ১০০% সত্যি কথা। যে যতই পাক না কেন তারপরও কিছু না কিছু পাবার আশা থেকেই যায় মানুষের মনে। এখন যা করছি ভালই আছি। তবে ভবিষ্যৎ নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করতে হচ্ছে দিনে দিনে। সেক্ষেত্রে নিজের দক্ষতা, অভিজ্ঞতা আরো বেশি করে মজবুত করতে হবে আমাকে। আর তাই বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে এখন প্লান হল নিজের জ্ঞানের পরিধি আরো অনেক বেশি ব্যাপক করা। তার পদক্ষেপ হিসেবে RHCE (ReadHat Certified Engineer) এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা মূলত এমন একটি কোর্স যা একজন সিস্টেম ইঞ্জিনিয়ারের দক্ষতাকে অনেকগুন বাড়িয়ে দিতে পারে। এটা লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা সারটিফিকেশন কোর্স। সকল ধরনের সার্ভার ইন্সটলেশন, কনফিগারেশন, মেইন্টেইন, ট্রাবলশুটিং ইত্যাদি করার জন্য এই কোর্সের কোন বিকল্প নাই। অনেক অনেক স্টাডি করতে হবে। প্রাক্টিক্যাল এ দক্ষতা বাড়াতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি নিজেকে ডিটারমাইন্ড করতে চেষ্টা করছি। পরিশ্রম করতেও চেষ্টা চালাচ্ছি। বাকি উপর ওয়ালাই ভাল জানেন। সবাই দোয়া করবেন। যাতে করে সাকসেসফুল হতে পারি। 
ধন্যবাদ। 

No comments:

Post a Comment