#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Wednesday, August 26, 2015

কিভাবে সাকসেসফুল হবেন ??

আসসালামু আলাইকুম, সবাই ভাল আছেন আশা করি। 
আমার এই আর্টিকেলের শিরোনাম টা একটু কেমন জানি তাই না ? কিভাবে সাকসেসফুল হবেন ? এইটা বলা যতটা সহজ, বাস্তবে পরিনত করাটা ততটা কঠিন। অর্থাৎ কে কবে সাকসেসফুল হবে, কিভাবে হবে, কোন সেক্টরে হবে তা কিন্তু নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। পারবেও না।


তবে মানুষের একটা সহজাত ব্যাপার হল যখন তিনি নিজে থেকে মনে করেন যে আমি এমন একটা অবস্থা চাচ্ছিলাম যা আমি হতে পেরেছি এবং মন থেকে আমি সুখী তখন সে নিজেকে মোটামুটি সাকসেসফুল বলতে পারেন। আশেপাশের মানুষ গুলিও তখন বলতে পারেন যে হ্যা এই লোকটি অবশ্যই সাকসেসফুল মানুষ। 

নানা রকমের মানুষের সাকসেসফুল হবার নানা রকমের পন্থা, রাস্তা, দিক থাকে। কেউ ইঞ্জিনিয়ারিং এ সাকসেসফুল হয়, কেউ ডাক্তারিতে, কেউ ব্যাংকিং এ হয়, আবার কেউ ব্যবসাতে। সেক্ষেত্রে ঐ ঐ ব্যাক্তির মনের সন্তুষ্টি কিন্তু খুব গুরত্তপূর্ণ। কেউ চাচ্ছে ডাক্তার হতে কিন্তু সে হল পাইলট। সবাই তার ইনকাম, স্ট্যাটাস দেখে তাকে সাকসেসফুল বলতেই পারেন তবে তিনি নিজে যদি সেটা বিশ্বাস না করেন তাহলে তিনি সাকসেসফুল না। 



বিভিন্ন সময়ে বিভিন্ন মহামানব যারা ভিন্ন ভিন্ন দিকে সাকসেসফুল হয়েছেন তাদের জীবন, কর্ম, চলন বিবেচনা করলে সাকসেসফুল হবার জন্য কিছু পরামর্শ পাওয়া যায়।
এখন আসি কি করে আপনি সাকসেসফুল মানুষ হতে পারেন। অবাক হতেই পারেন আমি কেন ট্রাই করছি না ? হতাশ হবার কিচ্ছু নাই। আমি নিজেও এই সুত্র গুলি ট্রাই করছি। সত্যি। চলুন কি সেই মহান বাণী দেখে নেই।

১) কোন কিছুর প্রতি মনযোগী হবার দক্ষতা অর্জন করতে হবে।
২) নিজে নিজে সমস্যার সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে।
৩) কোন কাজের প্রতি লেগে থাকা (ডেডিকেশন) এর দক্ষতা অর্জন করতে হবে।
৪) মুল্যবোধ থাকতে হবেই। 

দেখেন অংক করে। এই চারটি গুনাগুন যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন। তাইলে ভাই/বোন সিউর থাকেন আপনি সাকসেসফুল হবেনই ১০০% ইনশাআল্লাহ্‌। 



কিন্তু আমাদের তো সমস্যার শেষ নাই। আমরা শুরু করার আগেই নানা রকমের উল্টাপাল্টা চিন্তা করে বসে থাকি। যেমন আমি পারবো ? আমাকে দিয়ে হবে নারে ?? ধুর এই সব আমার জন্য না !!! মানুষ কি বলবে ???? ব্লা ব্লা ব্লা। এই সব আমাদের খায়। আমরা এই কারণেই পারি না। 

কিন্তু চিন্তা করে দেখেন। আইনস্টাইন এর মাথা আর আপনার মাথার মধ্যে কোন পার্থক্য নাই। কিন্তু মামা আইনস্টাইন তার মাথাটা ব্যবহার করেছেন। কিন্তু আপনি আপনারা মাথাটা ব্যবহার করেন নাই। করছেন না। এই জন্য আপনিও পারছেন না। তবে হ্যা। একটু চিন্তা করেন। আপনিও পারবেন নিশ্চিত। 

আগে সৎ চিন্তা করে নিজেকে ঐ চারটি গুনের অধিকারি করেন। ব্যাস বাকিটা এমনি এমনি হয়ে যাবে। 



ধন্যবাদ। ভাল থাকবে সবাই। 
  



No comments:

Post a Comment