#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Monday, August 24, 2015

শুভ সকাল...

শুভ সকাল, সবাই কেমন আছেন ? আশা করি ভাল এবং সুস্থ আছেন। আমরাও ভাল আছি।

সকালের আসল মজা কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠলে পেতে পারেন। আমরা যারা শহুরে জীবন যাপন করছি তাদের কাছে সকাল এক রকম আবার গ্রামে যারা বাস করেন তাদের জন্য সম্পূর্ণই অন্যরকম। অনেক অনেক দিন আগে শহরের মানুষগুলিও পাখির ডাক শুনে ঘুম থেকে জেগে উঠতো। এরপর শহরায়ন বা নগরায়নের কারনে গাছপালা কেটে উচু উচু সব দালান উঠছে পাশাপাশি পাখির সংখ্যাও শহর থেকে কমে গেছে। এখন আর পাখির ডাকে ঘুম ভাঙ্গে না কারো। ঘুম ভাঙ্গে মোবাইলের এলারম শুনে অথবা ফেরিওয়ালাদের চিল্লাচিল্লিতে। কিন্তু গ্রামের মানুষ গুলি কিন্তু এখনো পাখির ডাকেই ঘুম থেকে জাগে। তারা অস্থির একটা মজা পায়। তাইতো শহুরে মানুষ গুলি কেবলি গ্রামে ফিরে যেতে চায়। পেতে চায় গ্রামের শান্তি আনন্দ। শিরোনামহীন ব্যান্ডের একটা গান আছে তাতে তাই বলা হয় "শহর মানে গ্রামের গল্প"। 

শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে,
রাস্তা মানেই অবারিত নদী,
গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর
ঘরে ফেরা নিয়ে যদি……
গান লেখা হয়,
গানের শরীরে শহরের ছবি ভাসে।
শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি,
শহুরে ক্লাউন গাছগুলো জুরি,
সংস্কৃতির বেদম বিচার জানে
জোছনা রাতে চাঁদের চরকা বুড়ী,
বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় খুঁজি।
জনসাধারন শহরের যত খাদ্য গুদাম চেনে
ব্যাংকগুলো সব যৌথখামার;
সাদা কালো নোট চাষাবাদের মানে
বেঁচে থাকার ইচ্ছে তোমার আমার।
শহুরে আড্ডা, শহুরে ভাষা
শহরের কথা জানতে আসা
শহুরে লোকের সবই জানা
শহর মানেই চিড়িয়াখানা।
শহুরে শিল্পী ভারী চৌকষ
শিল্পের ঝোপঝাড়ে আপোষ
নাটক কবিতা ছোট ছোট সুখ
শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক।
রাস্তায় একফালি নিঃশ্বাস
অন্ধ শহরে ছুটে চলা বাস
হাউজিং জ্যামে আকাশ অল্প
শহর মানেই গ্রামের গল্প।
-(শিরোনামহীন) 
   

No comments:

Post a Comment