#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Sunday, August 30, 2015

ল্যাপটপ দিয়ে বানিয়ে ফেলুন ওয়াইফাই জোন

ল্যাপটপ কয়েকটা, স্মার্ট ফোনও আছে কয়েকটা, কিন্তু ইন্টারনেট মোডেম আছে মাত্র একটা। আবার সব গুলি ডিভাইসে ইন্টারনেট চালাতেও হবে। কি করা যায় বলুন তো ???? 
নো চিন্তা ডু ফুর্তি ! হা একটা মোডেম দিয়ে কোন একটি ল্যাপটপে ইন্টারনেট চালু করে ঐ ল্যাপটপকে বানিয়ে ফেলুন ওয়াইফাই জোন। সব ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করুন মজা করে।

সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে। ইন্সটল করে হটস্পট চালু করে ব্যাস এনজয় করুন। 

কোন সমস্যা পরলে। কমেন্টসে জানান। 


No comments:

Post a Comment