#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Tuesday, August 25, 2015

রক্ত দিন জীবন বাঁচান

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। সবাই সুস্থ্য থাকেন সব সময় এই আশা করেই এখন লিখছি। আজ আমি রক্তদান নিয়ে কিছু কথা লিখব।

রক্ত মানব দেহের এক অতিব গুরুত্তপূর্ণ উপাদান। রক্তছাড়া মানুষের বেচে থাকা কল্পনাও করা যায় না। এই সব কথা সবাই জানেন। আমি রক্তদান নিয়ে কিছু কথা লিখতে চাই। আমাদের চারপাশের মানুষ গুলির কার কি ধরনের সমস্যা তা কিন্তু আমরা চেহারা দেখে বুঝতে পারব না। পারার কথাও না। এর মধ্যে রক্ত জনিত সমস্যা অত্যান্ত বিপদজনক। প্রতিনিয়ত আমাদের আশেপাশের কোন না কোন মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে। এর মধ্যে এক্সিডেন্ট, প্রসব, রক্ত জনিত রোগ যেমন থেলাসেমিয়া ইত্যাদি ইত্যাদি কারণে রক্ত প্রয়োজন হচ্ছেই। এখন কথা হচ্ছে এতো এতো লোকের রক্তের দরকার হচ্ছে তা জোগাড় হচ্ছে বা হয় কোথা থেকে ????

সাধারণত যাদের রক্ত দরকার তাদেরকে ডাক্তাররা বলে দেন যে নিকট আত্মীয় দের কাছে থেকে রক্ত গ্রহন করা নিরাপদ হবে। অর্থাৎ তারা নিকট আত্মীয়দের মাধ্যমে রক্ত পেয়ে থাকেন। বাকিরা ব্লাড ব্যাংক থেকে কিনে নেন। এই ব্লাড ব্যাংক থেকে রক্ত ক্রয় করে তা রোগির শরীরে প্রদান করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। কেননা সাধারণত আমাদের সকলেরই জানা আছে ব্লাড ব্যাংক গুলি কি করে বা কোন পন্থায় রক্ত জোগাড় করে থাকেন। এডিকটেড লোকজন নেশার জন্য বেশির ভাগ সময় ব্লাড ব্যাংক গুলিতে রক্ত বিক্রি করে। যা পরবর্তীতে আমাদের কোন না কোন মানুষের দেয়ে প্রবেশ করানো হয়।


এতে করে রোগী মারাত্মক রকমের ঝুকিতে থাকে। পরবর্তীতে এর ইফেক্ট লক্ষ্য করা যায়।

এখন আসি আসল কথায়। আমরা যারা যুবক সম্প্রদায় আছি যারা রক্ত দেবার ইচ্ছা বা ক্ষমতা রাখি তারা কিন্তু যে কোন মানুষকে তার জীবন বাঁচাতে রক্ত দিতে পারি। এখন প্রশ্ন হল আমি কি রক্ত দিতে পারবো ??? কে কে রক্ত দিতে পারবেন তা এখানে ক্লিক করে জেনে নিন। এবার আসি আমাদের মধ্যকার ইচ্ছাকে জাগ্রত করার কিছু বিষয় নিয়ে। যারা রক্ত দান করেন তারা নিঃসন্দেহে বড় মনের মানুষ। তারা কোন মানুষের জীবন বাঁচাতে কার্পণ্য করেন না। হ্যা কিছু ব্যাপার থাকে। যেমন স্বার্থ, ভয়, আন্তকলহ, ধর্ম, পেশা, বর্ণ ইত্যাদি ইত্যাদি। এই বিষয় গুলি কিন্তু ব্লাড ডোনেশনের সময় মানুষের মস্তিসকে কাজ করেই থাকে। তবে আমার মতে যারা আসলেই বীর এবং এই মুহূর্তে কে বিপদে আছে শত্রু না মিত্র তা চিন্তা না করে কেবলই মানবতার চিন্তা করে রক্ত প্রদানের জন্য এক কথায় রাজি হয়ে জান তারাই কেবল সত্যিকাররে হিরো। রক্তদানের সময় কোন কজ চলে না। কেননা আপনার আমার দান করা এক ব্যাগ (৪০০ মিলি) রক্তের জন্য হয়তো কোন মানুষ মারা যাবে আবার হয়তো কোন মানুষ জীবন পাবে।

আর রক্তদানে যে কি কি লাভ হয় তা তো মোটামুটি সবাই জানেন। তারপরও একটা লিংক দিলাম এই গুলি হচ্ছে স্বাস্থ্য গত লাভ। আর সম্পর্ক গত লাভের তো অন্ত নাই।

যাই হোক পরিশেষে আমি ব্যাক্তিগত ভাবে যে কয়কেটি ব্লাড ডোনেশন গ্রুপের সাথে যুক্ত আছি তার লিংক দিয়ে দিলাম। যারা আপনার আগ্রহী এই ব্যাপারে তারা ঢু মেরে দেখে নিতে পারেন।

১) চনপাড়া ব্লাড ব্যাংক এর ফেসবুক গ্রুপ
২) চনপারা ব্লাড ব্যাংক এর ওয়েব সাইট
৩) ব্লাড ডোনারস ক্লাব বাংলাদেশ এর ওয়েব সাইট
 
এই লিংক গুলি ভিজিট করে নোট রাখতে পারনে আপনার প্রয়োজনীয় রক্তের গ্রুপ অনুযায়ী ডোনারদের নাম। কাজে লেগে যেতে পারে।


আশা করি ভাল লাগবে পোষ্টটি। যদি ভাল লেগে থাকে অনুগ্রহপূর্বক শেয়ার করুন। ধন্যবাদ।




   

No comments:

Post a Comment