#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

ব্লগ সম্পর্কে

ব্লগ কি ? কেন ? কিভাবে ? 
বর্তমান সময়ে ব্লগ বা ব্লগার বললেই মানুষের মাথায় সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা বা ধারনা এসে হাজির হয়। সবাই মনে করে ব্লগ বা ব্লগার মানেই সব উলট পালট বিষয় নিয়ে লেখালেখি করার একটা স্থান। ব্যাপার টা আসলে এমন কিছুই না। ব্লগ হচ্ছে একটা ওয়েব প্লাটফর্ম যেখানে মানুষ লিখালিখির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করে থাকে পাঠক বৃন্দ এসে পড়াশোনা করে। কেউ এই ব্লগ সিস্টেমের ইতিবাচক দিক ব্যবহার করে তথ্য প্রচার করেন। কেউ নেতিবাচক তথ্য প্রচার করেন। এটা ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের এই ব্লগে আমরা অবশ্যই যুগসই এবং মজাদার নানা রকমের আর্টিকেল নিয়ে কথাবার্তা বলব। যা কারো না কারো সামান্য হলেও ভাল লাগবে। এখানে টেকনোলজি, খেলাধুলা, খবর, রান্না বান্না, ফ্যাশন, ইত্যাদি নানা রকমের তথ্য থাকবে আশা করছি। তবে আমরা আশাবাদী। যেহেতু বর্তমান যুগ ইন্টারনেটের যুগ, টেকনোলজির যুগ, বিজ্ঞানের যুগ। সেহেতু সবার হাতে হাতে মোবাইল ফোন, কম্পিউটার রয়েছে এবং ইন্টারনেট কানেক্টিভিট তো আছেই। এই সুবাদে সবাই ইচ্ছানুযায়ী যে কোন তথ্য পেতে ইন্টারনেটের দারস্ত হচ্ছেন এবং ব্লগ হল তথ্য প্রদানের সবচেয়ে সহজ মাধ্যম গুলির মধ্যে অন্যতম। তাই আমরা এই ব্লগ শুরু করেছি। আশা করি সবাই কিছু হলেও উপক্রিত হবেন। 
ধন্যবাদ।