#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Saturday, September 9, 2017

How to delete google search content records from your browser (Bengali)

নিজের গুগল সার্চের তালিকা থেকে সব তথ্য মুছতে চাইলে শুরুতে myactivity.google.com -এ লগইন করতে হবে। তারপর ডিলিট অ্যাক্টিভিটি অপশনটি ক্লিক করুন। এ পর্যায়ে কতদিনের তথ্য এবং কি ধরনের তথ্য মুছতে চান তা দেখাবে। এটা নির্বাচন করার পর ডিলিট অপশনে ক্লিক করলেই আপনার সার্চ তালিকায় থাকা তথ্যগুলো মুছে যাবে।
স্মার্টফোনেও একইভাবে myactivity.google.com -এ লগইন করুন। এরপর মাই অ্যাক্টিভিটি অপশনের বাম পাশে তিনটি লাইন চিহ্নিত একটি মেনু অপশন আসবে। সেখানে গিয়ে আগে উল্লেখিত নিয়ম অনুসরণ করে ডিলিট করে দিতে পারবেন আপনার সার্চ তালিকা।







No comments:

Post a Comment