#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

আপনিও লিখুন

আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিয়মিত লিখছেন। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন লিখা লিখেন। কেউ বিজ্ঞান লিখেন, কেউ রান্না বান্না, কেউ এক্সারসাইজ লিখেন, কেউ খেলাধুলা। তবে সবাই কিন্তু লিখতে পারেন এটা ১০০% সত্যি। খালি সমস্যা একটাই তা হল শুরু করতে ভয় বা সংকোচ বোধ এবং প্লাটফর্ম। প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু লুকায়িত থাকেই। লুকায়িত শক্তিকে বের করে আনার দায়িত্ত কিন্তু প্রথমত নিজের ঘারেই বর্তায়। পরবর্তীতে কেউ পথ প্রদর্শন করে দেখিয়ে দিতে চেষ্টা করে কোন দিকে গেলে ভাল হবে। তবে এটাও সত্যি যে নিজেকে সেটা অনুধাবন করতে হবে কোনটা আমার নির্দিষ্ট পথ।

No comments:

Post a Comment