#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Monday, August 29, 2016

Sharif`s Art Work

From the beginning of my early age i was interested on drawing and sketch. Though i am not a student of art. But i was always weak on art and drawing. So for that i have always tried my best to continue my drawing practice.
Here i post some of my art work in a video to see at a glance. please watch and enjoy.



Tuesday, May 17, 2016

আমি আজ লজ্জিত !

হায় হায় ! আমরা কি লজ্জিত ? নাকি উৎফুল্ল ? আমাদের সম্মান প্রদান সংক্রান্ত মানসিক ক্ষমতা এতো নিচে নামে কিরে করে ? কোন কিছু যাচাই নয় , কোন কিছু বিবেচনা নয় শুনা কথায় কান দিয়েই কোন একজন মানুষ গড়ার কারিগরকে তার শিশ্যদের সামনে অপমান, অপদস্ত করতে বাধে নাই একটু ও ? এতো তারাতারি কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হয় কি করে ? ধর্ম দুনিয়ার মানুষের সবচেয়ে সম্মানের ব্যাপার সবাই তা জানে। এই ব্যাপার কটূক্তি করার চিন্তা একজন প্রধান শিক্ষক করেন না তা তো সাধারন সেন্সেই বোঝা যায়। কেউ মাইকে বলল আর বাকিরা তা যাচাই বাছাই না করেই ক্ষিপ্ত হয়ে পরল ???? কই যাচ্ছে বিবেক ? কই যাচ্ছে বিবেচনা ? এমন চলতে থাকলে আমরা তাহলে কেমন শিক্ষক পাবো আর আমাদের পরবর্তী প্রজন্মই বা কি শিক্ষা পাবে ??? আল্লাহর তরফ থেকে হেদায়েত হোক তাদের যারা সত্য মিথ্যা যাচাই না করেই কোন সিদ্ধান্তে উপনিত হয়। লজ্জিত আমিও।হায় হায় ! আমরা কি লজ্জিত ? নাকি উৎফুল্ল ? আমাদের সম্মান প্রদান সংক্রান্ত মানসিক ক্ষমতা এতো নিচে নামে কিরে করে ? কোন কিছু যাচাই নয় , কোন কিছু বিবেচনা নয় শুনা কথায় কান দিয়েই কোন একজন মানুষ গড়ার কারিগরকে তার শিশ্যদের সামনে অপমান, অপদস্ত করতে বাধে নাই একটু ও ? এতো তারাতারি কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হয় কি করে ? ধর্ম দুনিয়ার মানুষের সবচেয়ে সম্মানের ব্যাপার সবাই তা জানে। এই ব্যাপার কটূক্তি করার চিন্তা একজন প্রধান শিক্ষক করেন না তা তো সাধারন সেন্সেই বোঝা যায়। কেউ মাইকে বলল আর বাকিরা তা যাচাই বাছাই না করেই ক্ষিপ্ত হয়ে পরল ???? কই যাচ্ছে বিবেক ? কই যাচ্ছে বিবেচনা ? এমন চলতে থাকলে আমরা তাহলে কেমন শিক্ষক পাবো আর আমাদের পরবর্তী প্রজন্মই বা কি শিক্ষা পাবে ??? আল্লাহর তরফ থেকে হেদায়েত হোক তাদের যারা সত্য মিথ্যা যাচাই না করেই কোন সিদ্ধান্তে উপনিত হয়। লজ্জিত আমিও।

Monday, May 16, 2016

অনলাইনে আয়- পর্ব ২


অনলাইনে আয়- পর্ব ২ঃ 
৫ টা জিনিস যদি নিজের মধ্যে থাকে তাহলে আপনি সহসাই অনলাইনে আয় করতে পারবেন। মনে রাইখেন দুনিয়ায় সব কিছু চাইলেই পাওয়া যায় না, আবার অনেক কিছু চাইলেই পাওয়া যায় যদি ঐ চাওয়ার সাথে কঠোর পরিশ্রম থাকে। 
আপনি কিছুই পারেন না। পারার ইচ্ছা থাকলে আপনিও পারবেন। তাহলে শুরু করুন আজই। কিভাবে ? প্রথমত চলুন নিজের কিছু আজাইরা চিন্তা ভাবনা থেকে নিজেকে সরিয়ে আনি। কেননা স্টুপিডিটি মানুষকে কোনদিন কিছু দিতে পারে নাই। পারবেও না। হেয় এটা করছে, সে ওটা করছে, হা হা হি হি টাইপের আজাইরা কথা বার্তা নিজেদের মধ্য থেকে পরিহার করতে হবে। এরপর গঠন মূলক আলোচনা করে গ্রুপে গ্রুপে কাজ শুরু করতে হবে। যে যা জানে তা অন্যদের সাথে শেয়ার করতে হবে। সবাই সবার কথা মুল্যায়ন দিতে হবে। 
আমাদের মধ্যে এক এক জন এক এক টা কাজে এগিয়ে আছে। এটা কিন্তু ঐ ব্যাক্তির এডভান্টেজ। আমি পারি না এটা আমার ব্যারথতা না কিন্তু। এইটা আমার অনিচ্ছা। আমিও পারতেই পারি যদি এখনই শুরু করে দেই। 
চলবে..................

অনলাইনে আয় করা শুরু করুন


অনলাইনে আয়ঃ ভাবছি এই নিয়ে লিখা শুরু করবো। একটা ব্যাপার খুব ভাল লাগলো চিন্তা করে। আমার স্কুল বন্ধুদের মধ্যে কেউ কেউ অনলাইনে আয় এর ব্যাপারে ভালই অগ্রসর হয়েছে। ব্যাপার টা চমৎকার। তবে বাকিদের ও শুরু করা উচিত এখনই। আমরা কোন একটা বিশেষ কারণে হোক আর ইচ্ছা হোক যে কোন কারণে একটু পিছায় আছি। তবে এখন ইচ্ছা করলে এই পিছু অবস্থান পরিবর্তন করা সম্ভব। সবাই তো ভালই অনলাইনে থাকে এবং ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে আমরা কেন ইনকাম থেকে পিছিয়ে থাকবো ??? অনেক অনেক রাস্তা আছে অনলাইনে ইনকাম করার জন্য। তবে বিশেষ কিছু শর্ত আছে। তা অবশ্যই ফুলফিল করা লাগবে। এছাড়া সামনে আগানো সম্ভব নয়। সেগুলো কি ?
১। ইচ্ছা 
২। পরিশ্রম
৩। ডেডিকেশন
৪। ধৈর্য
৫। লেগে থাকা
মনে রাখতে হবে কেউ কিছু পারে না। আস্তে আস্তে শিখে নিতে হয় এবং ভাল জিনিসটা গ্রহন করা লাগে। অবশ্যই কাউকে নেগলেটেড করা উচিত নয় আমাদের। কেননা কে কি করতে পারে তা আমরা কেউ জানি না। সেক্ষেত্রে প্রতিটি মানুষকে মুল্যায়ন করা আমাদের উচিত। 
ধারাবাহিক ভাবে লিখে যাব। 

Sunday, May 15, 2016

কাতারে দাঁড়ানো ভেতরে বাইরের জগত - পর্ব ২

সাধারণত মানুষ দুনিয়ায় আসবে, মাঝে কিছু কাজ করবে, হায়াত শেষ হলে মরে যাবে। এই হল মানুষের সাধারন বৈশিষ্ট। কিন্তু মজার ব্যাপার টা লক্ষ্য করলেই টের পাবেন, যে ৬০০ কোটির দুনিয়ায় কয়টা মানুষকে দুনিয়ার মানুষ মরে রেখেছে ? পূর্বে হযরত মুহাম্মাদ (সঃ), এইদিকে রবীন্দ্রনাথ, ঐ দিকে সেকশপিয়র, আরেক দিকে এরিস্টটল ইত্যাদি ইত্যাদি। এই সব মানুষকে কেউ এমনিতেই মনে রাখেন নাই। তারা আজো মানুষের মনে থাকার জন্য কিছু ব্যাতিক্রম কাজ করে গেছেন যা সবাই মনে ধরে রেখেছে। 

আমার বয়স যতটা না বুড়ো হচ্ছে, তার চেয়ে বেশি বুড়ো হচ্ছে আমাদের মন। আমরা অনুকরন প্রিয় বটে তবে কোন একজন ব্যাক্তির তৈরি জিনিস টা অনুকরন করছি। কিন্তু কোনদিন ভেবেই দেখি না যে ঐ ব্যাক্তি কি কৌশলে সেই জিনিস টি তৈরি করেছেন। যদি কৌশল টা অনুকরন করা শিখতে পারতাম তাহলে হয়তো আমার দারাও নতুন কিছু তৈরি হতেই পারতো। 

আসলে মঙ্গলের জন্য নিজের মত করে দেখতে পারাটাও এক বিশেষ গুন। সবাই এক দৃষ্টিতে কোন কিছুই দেখতে পারে না। সবার দৃষ্টিই আলাদা। তবে এর মধ্যেও আলাদা করে দেখতে পারলেই আসল শান্তি পাবেন। 

   

ফেসবুক এর ভিডিও ডাউনলোড করুন নিমিষেই - শরীফ আহমেদ

ফেসবুক মারাত্নক রকমের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। জানা কথা সবার। ফেসবুক এ শেয়ার করা যে কোন ভিডিও ডাউনলোড করতে আমার ভিডিও টিউটোরিয়াল দেখে নিন। একদম সহজেই ডাউনলোড করে নিন যে কোন ভিডিও 

Wednesday, May 11, 2016

কাতারে দাঁড়ানো ভেতরে বাইরের জগত - পর্ব ১

সমসাময়িক নানা রকম ব্যাপার চোখের সামনে ভেসে উঠলেই একটু একটু ভাবতে থাকি। সবাই ভাবার টাইম পায় না জানি। যান্ত্রিক জীবন যাপনে সবাই যান্ত্রিক একটা ভাব নিয়েই চলছে। এখন পুরুষ কি আর মহিলা কি ৩৫ হইলেও সব নিজেকে বুড়া হিসেবে জাহির করার চেষ্টা চালায়। তবে পারিপারশিক অবস্থার কারণেই হচ্ছে তা অস্বীকার করা যাবে না। যার যার তার তার, চিন্তা আমি ভাবি বলা যায় ভাবতে চেষ্টা করি আর কি। 

আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় কেউ যদি মনে করে সে ক্লান্ত তাহলেই ক্লান্তি তার উপর ঝেকে বসে। কিন্তু যদি চিন্তা করে আমার আরো কাজ করতে হবে এবং ক্লান্ত আমি নই বা ক্লান্ত হওয়া যাবে না। তাহলেই সে আর ক্লান্ত হয় না। তাহলে নিজেকে বুড়া মনে করার জন্য নিজের ইচ্ছাই দায়ী। সব সময় একটা আলাদা চিন্তাই করেছি। আমার কাছে কেন জানি মনে হয় একটা নির্ধারিত ঘরানার মধ্য চলে জীবন টা পার করে দেয়ার মধ্যেই জীবনের কোন সার্থকতা নিহিত নাই। অর্থাৎ নিজের জীবনের আসল উপলব্ধি বুঝার জন্য কিছু সময় বের করে আলাদা ভাবে ভাবতে হবে। পড়াশোনা করা লাগে তাই করি, এই ধরনের চিন্তা ওয়ালা মানুষের সংখ্যাই বেশি আমাদের চারপাশে জানেন তো ? এর কিন্তু নানা রকমের উদাহরন পাবেন একটু ভাল করে দেখলেই। মানুষের যে যে বৈশিষ্ট থাকা সৃষ্টির প্রাথমিক কথা তা কিন্তু আজকাল নাই। হ্যা দৈহিক অনেক কিছুই পাবেন। তবে ঐ টাই যে আসল বৈশিষ্ট না তা তো মোটামুটি আধুনিক জমানার সবাই জানেন। মানুষ হিসেবে অনেক অনেক দায় দায়িত্ব আছে আমাদের সকলের। এর বাইরে যাবার কোন রাস্তা নাই। সবাই রেডিমেট খুজলে বানাবে কে ? একটু আলাদা চিন্তা না করলে। একটু আলাদা করে না ভাবলে কোন বিশেষ রাস্তাও বের করা যায় না।

চলবে .........  


Monday, May 9, 2016

সৃষ্টির শুরু কিভাবে ?

আসসালামু আলাইকুম, 
সবাই কেমন আছেন ? আশা করছি আল্লাহ সুবাহানাহুতায়ালার অশেষ রহমতে ভালই আছেন। আল্লাহ তায়াল যে মহান, মহা পরাক্রমশালী, মহাজ্ঞানী, মহান সৃষ্টিকর্তা, তার বিশেষ কিছু প্রমান আমরা মাদের মহাবিশ্বের সৃষ্টি নিয়ে চিন্তা করলেই পেতে পারি। নিজের ভিডিও থেকে দেখে নিন কি করে সৃষ্টি হল দুনিয়া। 


রক্ষক ভক্ষক হলে কি হয় ?

কি হয় ? সব কিছুর ১২ থেকে ১৪ টা বেজে যায় আর কি !!! 

ব্লগ ???? হারাম না হালাল ????

ব্লগ ! শুনলেই মাথা গরম। এই সব খারাপ। নাস্তিকদের কাজ। ভাল মানুষ ব্লগে লিখে না। ব্লা ব্লা ব্লা টাইপের যতসব কুসংস্কার মূলক ধারনা আমাদের সমাজের বেশির ভাগ মানুষের মাথায় সারাদিন ঘুরপাক খাইতে থাকে। আগে ব্লগ জিনিসটা কি সেটা জেনে তারপর না হয় কমেন্টস করি। 

ব্লগঃ হচ্ছে এমন কিছু ওয়েব সাইট যা কন্টেন্ট টাইপের বা বিভিন্ন তথ্য দিয়ে লিখা আকারে প্রকাশিত হয়। নানা রকমের তথ্য ভান্ডার হচ্ছে অনলাইন ব্লগ। জানেন তো পুরা দুনিয়ার যত ওয়েব সাইট আছে তার ৮০% ব্লগ। বাকি গুলি বিসনেস ওয়েব সাইট।

এখন কথা হল কে ব্লগকে কি কাজে কিভাবে ব্যবহার করবে তা ঐ ব্যাক্তির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্ম, উদ্দেশ্য ইত্যাদির এর উপর নির্ভর করে। কেউ ধর্ম নিয়ে লিখে, কেউ রাজনীতি, কেউ ফ্যাশন নিয়ে লিখে, কেউ অর্থনীতি। তবে মজার ব্যাপার হল সকল ব্লগের কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য বিদ্যমান থাকে। যা প্রতিটি মানুষের প্রতিটি কাজের জন্যই থাকে। ভাল কাজে ব্যবহার করা হল আমার উদ্দেশ্য। এখন আশা করছি ব্লগ নিয়ে আজাইরা যে ধ্যান ধারনা তা পরিবর্তন হবে সবার। ও ও ও একটা চরম সত্যিও বিদ্যমান রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। তা হল " কুত্তার লেজ কইলাম সোজা হয় না।" অর্থাৎ যারা হুইন্নাই কোন সিদ্ধান্ত নেয় তারা উলটা পালটা কথা বলেই যাবে। তাদের বুঝাইতে গেলে নিজেও পাগল হবার চাস্ন সহসাই বিদ্যমান। তাই অন্য মাইনসের পরিবর্তন করার চিন্তা ভাবনা বাদ দিয়া নিজের পরিবর্তন সাধনে উদ্দোগি হইতে হইতাছে।

সারাংশঃ   ব্লগ কোনমতেই নেগেটিভ কিছু না। ভাল কাজের জন্যই দুনিয়ার বেশির ভাগ ব্লগ বানানো হইছে। শয়তান টাইপের কিছু পুলাপাইন তো থাকবেই। যারা কোন বিশেষ স্বার্থের আশায় উলট পালট কাজ করেছে প্রথম দিকে, এখন করছে, ভবিষ্যতয়েও করবে। পাত্তা দিয়েন না। ভাল গ্রহন করেন। কাজে আসবে।

--- নৃ তান্ত্রিক  

Sunday, May 8, 2016

কেন ইমেজ থেকে টেক্সট নিতে হবে ?

অফিসে তারাহুরা করে ঢুকেই বসের কল। 
বসঃ রায়হান সাহেব আমার রুমে আসেন তো ।
রায়হান সাহেবঃ আসছি স্যার।
বসঃ এই নিন, এখানে ২৫ পেজের একটা ডকুমেন্ট আছে ইংলিশে লিখা এইটাকে টাইপ করে দিন।
রায়হান সাহেবঃ স্যার! এটা টাইপ করতে গেলে তো ২ ঘন্টার বেশি লেগে যাবে আমার।
বসঃ লাগলে লাগুক। যান যান তারাতারি করে নিয়ে আসুন।
রায়হান সাহেবঃ জী স্যার। টেবিলে এসে মাথায় হাত। ২৫ পেজের ডকুমেন্ট এখন দেখে দেখে টাইপ করে সফট কপি বানায় দিতে হবে ? মেজাজ চরমে উঠে গরম হয়ে গেল সকাল সকাল অফিসে ঢুকেই। 

হ্যা এমন ঘটনা ঘটে আমাদের সাথে সচরাচর। অফিসে এমন কোন ব্যাক্তি নাই যার সাথে এই রকমের ঘটনা ঘটে নাই। সেক্ষেত্রে এই ধরনের সমস্যার ইজি সমাধান আছে তো । দেখে নিন ভিডিও তে। আশা করছি উপকারে আসবে। 





  
  

আড্ডায় কেন স্মার্ট ফোন নিষিদ্ধ করা হবে না ?


স্মার্ট ফোন ! 


আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর মধ্য বয়স্ক এমন কে আছেন আজকালের জামানায় স্মার্ট ফোন চিনেন না ??? সব্বাই চিনেন। দিনকে দিন এর প্রভাব বাড়ছে তো বাড়ছেই। ব্যবহার বাড়ছে, সহজ লভ্যতা পাচ্ছে। কিন্তু হিসেব করে দেখি এর ব্যবহার বাড়ার সাথে সাথে মানুষ মানুষের থেকে ক্রমে দূরে সরে যাচ্ছে। পারিবারিক বন্ধন নষ্ট, বন্ধুদের মধ্যে বন্ধন নষ্ট, স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট হচ্ছে তো হচ্ছে। 
কিভাবে হচ্ছে এত্তো সব ???? 



একজন একজনকে জড়ায় ধরেছে ঠিক কিন্তু এর মধ্যে যে অনুভুতি তা কি আর মনের মধ্যে সিমাবদ্ধ আছে ??? টোটালি চলে গেছে মোবাইলে, তাই নয় কি ????


আর এই হল বন্ধুদের আড্ডার অবস্থা। যেখানে আগে সবাই সাক্ষাত করলে নিজ নিজ মনের ভাব প্রকাশ করে হেসে কেদে একাকার হবার জো থাকতো না। কিন্তু এখন কি হচ্ছে কি ??? সবাই মোবাইলে যদি ব্যস্থ হয় তাহলে সবার মধ্যকার সম্পর্ক আর কতদিন থাকবে ????

এবার আসল কথায় আসি। স্মার্ট ফোন কিন্তু খারাপ কিছু না। এর অনেক এডভান্স ফিচার রয়েছে যা আমাদের দৈনন্দিন জিবনের জন্য অত্যান্ত উপকারী এবং আমাদের জীবন যাত্রা সহজ করার জন্য এর ভুমিকা মারাত্নক রকমের গুরুত্ত বহন করছে। তবে এর ব্যবহার একটা নির্ধারিত স্থান, পরিবেশ বজায় রেখেই করা উচিত। পরিবার আমাদের জন্য প্রধান বন্ধনের ক্ষেত্র। আমাদের জীবনের শুরুই কিন্তু পরিবার থেকে। অথচ এক খাবার টেবিলে বসে আমরা এক জন আরেকজনের খবর জানি না। সবাই নিজ নিজ মোবাইলে ব্যাস্ত। একই রকম ভাবে বন্ধুদের আড্ডায় গেলেও সেইম অবস্থা। সবাই নিজের নিজের মোবাইল নিয়ে ব্যাস্ত। হয়তো বিশেষ কথা বলা যায় ফোন আসলে। কিন্তু বন্ধুদের আড্ডায় স্মার্ট ফোনের ব্যবহার সীমিত করা কি উচিত নয় ???? আমি আমার পরিবারের সবাইকে দিয়েই শুরু করতে চাই। স্মার্ট ফোন ব্যবহার করা যাবে। তবে তা এক সাথে খাবার খাবার সময় বা পারিবারিক আলোচনা করার সময় নয়। ঐ সময় স্মার্ট ফোন ব্যবহার বন্ধ। তেমনি বন্ধুদের মধ্যেও এই অবস্থাটা তৈরি করা যাবে যদি বন্ধুরা ব্যপারটাকে পাত্তা দেয়। আসলে অন্য মানুষকে পরিবর্তন করা যায় না। তবুও বোঝানো যায়। অবশ্য পারিবারিক পর্যায়ে যে রকমের জোড় খাটানো যায় বন্ধুদের মধ্যে সেই রকমের জোড় খাটানো যায় না। তাই কষ্ট সাধ্য কাজ হবে। তবে এমন একটা পরিবেশ তৈরি করতে পারলে আসলে যা হবে তা হল মানুষ মানুসে বন্ধন বাড়বে। সবার সাথে সবার সম্পর্ক বিদ্যমান থাকবে। এর বাইরে যে গতিতে দুনিয়া চলছে তাইলে পৃথিবীতে মানুষ নামক প্রানীর অস্তিত্ব বিলিন হতে বেশি দেরি হবে না। 

চিন্তা তবে করছি - নৃ তান্ত্রিক

সময়ের সাথে সাথে নিজের পরিবর্তন সাধন করাই বুদ্ধিমানের কাজ হিসেবে বিবেচিত হচ্ছে দিনকে দিন নিজের কাছেই। আসলে কোন মানুষ কোন মানুষকে পরিবর্তন করতে পারে না তা এখন প্রমানিত। আর এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতেই হবে আমাদের সকলের। আপনি বা আমি যে ঘরানার মানুষ তা অন্যের সাথে হুবহু মিলবে এমন কোন যৌক্তিক কারণ আজীবন সন্ধান করেও পাবেন না। আর মিলাতে গেলে তো পুরো দমেই সময় নষ্ট হবে। বিবেচনা করে দেখুন যে অবস্থায় আমি আছি তাই ভাল। যার সাথে মিলাতে যাচ্ছি তার আসল অবস্থা বা বাস্তবিক অবস্থা আমি জানি না। জানা সম্ভব ? আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে না। তাহলে তার সাথে নিজেকে মিলাতে যাবার আদৌ কোন কারণ রয়েছে বলে আমার মনে হয় না। প্রতিটি মানুষ ভিন্ন। হ্যা, হয়তো অনেকের মধ্যে অনেক রকমের মিল আছে। কিন্তু তবুও ভিন্ন সবাই। আসলে ভিন্নতার জন্যই মানুষ এক এক জন এক এক রকম। শুধু মাঝে মধ্যে রসায়ন মিলে আর কি। তবে আধুনিক কালে এই রসায়ন ব্যাপক হারে পরিবর্তিত হচ্ছে কোন প্রকারের নোটিশ বা আগাম বার্তা ছাড়াই। এখন সব কিছু মিলালে যা পাই তা হল নিজের পরিবর্তন সাধন। অন্যের পরিবর্তন সাধন করতে গেলেই অবজ্ঞা আসে। মন খারাপ হয়। তাই অন্যের কথা বাদ দিয়ে নিজের আত্ন উন্নয়ন সাধনে ব্রত হওয়াই হবে সময়ের কাজ।

--- নৃ তান্ত্রিক  

How to set row as table headline

How you will set your desire row as your table headline for each page you will print. Its very easy. Just watch the video and get it.................

Friday, May 6, 2016

How to shut down your pc automatically

Hello everybody, How are you all. Today i will discuss about how to shut down your computer automatically. This is very easy and clear way. The Microsoft windows has the built in Task Scheduler to do such kind of action. But How you will do it ??? Ok it is very easy. Watch the Video in Bangeli and Know about it.  Thanks for watching





Thanks to all.  

Thursday, May 5, 2016

How to send Large file through email

আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভাল আছেন। আজ আমি দেখাবো কি করে ইমেইলে ২৫ মেগাবাইটের চাইতে বড় কোন ফাইল বা এটাচমেন্ট মেইল করা যায়। ইমেইলে আমরা জানি যে সাধারনত ২৫ মেগাবাইট এর চাইতে বড় কোন ফাইল বা ফোল্ডার পাঠানো যায় না। কিন্তু একটি ভিন্ন পথ অবলম্বন করে আপনি সহজেই সেই ২৫ মেগাইবাইটের বেশি বা বড় সাইজের ফাইল বা ফোল্ডার পাঠাতে পারবেন মেইল করে। আমি আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন তবে সেটা কি দেখা যাক। সেটা হল গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ ব্যবহার করে আপনি যে কোন ইমেইল করতে পারেন যার সাইজ ২৫ মেগাবাইটের এর উরধে। আপনি যে এটাচমেন্ট টি পাঠাবেন তা গুগল ড্রাইভে আপলোড করে নিয়ে তারপর সেখান থেকে ঐ ফাইল বা ফোল্ডার টি শেয়ার করে দিলেই যার ইমেইল আইডি তে শেয়ার করবেন সে পেয়ে যাবে। এই পদ্ধতিতে আপনি সহজেই জরুরী সময় বড় সাইজের ফাইল ইমেইল করে দিতে পারেন। চলুন এইবার প্রাক্টীক্যালী আমরা দেখে নেই। আপনার নিজের জি মেইল আইডি তে যান মেইল আইডি তে যাবার পরে গুগল ড্রাইভে যান। গুগল ড্রাইভে বাম দিকে লাল রঙের বাটন NEW ক্লিক করে আপনার ফোল্ডারটি আপলোড দিয়ে দিন। আপলোড হলে ফোল্ডারটির উপরে রাইট ক্লিক করে +share এ ক্লিক করুন। এরপর আপনার কাংখিত ইমেইল আইডি দিয়ে দিন। ফাইনালি সেন্ড করুন। তাহলেই আপনার মেইলটি সঠিক স্থানে বড় সাইজের এটাচমেন্ট সহ চলে যাবে। 

আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করে ভিডিও টি দেখে নিন। 


ধন্যবাদ। 











How to use google Drive the most easy way

How to start Part- 1

Hello everybody, how are you all. Hope all are well by the grace of Allah (SWT). 
Today i would like to discuss about a topic that every person in the world containing in his/her mind. You may think what is that we all are containing ? I confidently saying that it is a power which is present in every human. This is hidden treasure. 

Every one can do. Yes every one can. Every body have the power to do. But some person doing the right things and some are unable. Why its happening ? In my knowledge i think that they never try to do things they can. Of course there are some obstacle in front of our door. The atmosphere will be against. But if we try and work harder than we can solve the problem that we are facing every day. 

First of all thanks to Allah for the nice and beautiful life. Than say Bismillah and start your work. Be sure that you have something which is absent in me. So do that for human beings and make people happy. Than inshaAllah every thing you can solve. 
   
  

Monday, May 2, 2016

নৃ কাব্য ১

অন্যকে আমি বলি কোন দুঃখে, নিজের থাকেনা নুন 
মাথায় তেল আমার নিজেরই নাই; অন্যের গাইতে যাই গুন।
পাছায় প্যান্ট তালিতে পরা নাকি সুই সুতার ফোর
কাজের কথা তোকে বলে কি লাভ আমিই কাজে মূল চোর।
তোর নৌকা ভাই তুই বেয়ে চল আমি কেন বলি উঠবে ঝড়

নিজের চরকায় তেল দিলেই লাভ পুরা দুনিয়াই পর। 
হাশরে কেউ চিনবে না কারো কেউ থাকবে না আপন 
সবাই নিজের স্বার্থ দেখে, আসল করে গোপন।


IP setting easily

Friday, April 29, 2016

আমার কথা ২৯ এপ্রিল ২০১৬ ইং

অনেক দিন যাবতই তো চিন্তা করছি লিখি। কি লিখবো তাই ভেবে স্থির করতে পারছিলাম না। অবশেষে ভেবে দেখলাম মাথায় যা ঘুরে তাই লিখে ফেলবো। সন্ধ্যায় বের হয়েছিলাম এমনিতেই আশেপাশে রিকশায় ঘুরবো বলে। যা চিন্তা করেছি তাই করেছি। প্রচন্ড গরম, ব্যাপসা গরমটা অসহ্য লাগে। আমার ত্বক মারাত্নক রকম তৈলাক্ত তাই গরম ভাল লাগে না। তবূও সাদা শার্ট আর জিন্স পরে বের হলাম। আমার ঘরনী আর ছেলেকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। টার্গেট ছিল পিজা খাবো। কিন্তু মনটা সায় দিল না। টাকা পয়সার সমস্যা যাচ্ছে তাই। ভাবছিলাম এই দিকে যদি ফুটানি করি তাইলে ঐ দিকের অবস্থা চিন্তা করবে কে। তাই হল না আবার ফিরে আসলাম আরেকটা রিকশা করে। তবে বাইরে যতক্ষণ রিকশায় ছিলাম ভালই লেগেছে। 

Monday, April 25, 2016

The magic of Weight Loss !!!!

হা এইটা অবশ্যই এমন একটা তথ্য যা আপনাকে অবাক করে দিতেই পারে। মানুষ মুটিয়ে যাচ্ছে। দিনে দিনে। কেন ???? সর্বপরি কয়েকটি বিশেষ কারনেই মানুষ মুটিয়ে যায়। বয়স বেশি হবার আগেই অনেক বয়স্ক হয়ে পরছি আমরা। খাদ্যাভাস, এক্সারসাইজ না করার অভ্যাস, অতিরিক্ত কাজের প্রেসার, দুশ্চিন্তা ইত্যাদি সহ আরো নানা রকম কারণে আমরা দিনে দিনে মুটিয়ে যাচ্ছি। আমাদের দেহের বিভিন্ন স্থানে চর্বি জমে জমে স্থুলাকার হয়ে পরছি আমরা। এতে করে আমাদের কাজের ইচ্ছা, কোন বিশেষ দিকে চিন্তা করার ইচ্ছা ক্রমেই হ্রাস পাচ্ছে। আমাদের মধ্যকার সৃষ্টিশীল ইচ্ছা শক্তির ব্যাঘাত ঘটছে। তবে মজার কথা হল এই পরিস্থিতির পরিবর্তন করা আমাদের জন্য অত্যান্ত সহজ এবং আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই করে ফেলা সম্ভব। কিভাবে ? প্রশ্ন জাগছে তো মনে ??? হা এইটা আমাদের প্রতিদিন খাবারের সময় সম্ভব। কাজটা কি আসলে ??? কাজটা হল আপনার খাবার কে ৩২ বার চিবিয়ে খান। অর্থাৎ ভাত, রুটি, গোশত, ফল যাই খান না কেন তা উত্তম রূপে ৩২ বার চিবিয়ে অতঃপর গলধকরন করুন। তাহলে কোন প্রকারের এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল, মেডিসিন ব্যতিত আপনি ধীরে ধীরে চর্বি কমিয়ে হয়ে উঠবেন সুন্দর আকর্ষণীয়।



Make logo easily