#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Saturday, August 22, 2015

হরেক পণ্য আসলে একটা সোশ্যাল মিডিয়া ভিত্তিক অনলাইন সার্ভিস মাত্র। প্রাথমিক দিকে চিন্তা করেছিলাম কি করে আমাদের কাছের বা পরিচিত মানুষ গুলিকে কিছু ব্যাতিক্রমি পণ্য দিয়ে সারপ্রাইজ দেয়া যায়। এটা একান্তই আমার নিজের চিন্তা ছিল। পরবর্তীতে পরিবারের সবাইকে যখন আমার চিন্তাধারা প্রকাশ করলাম তখন পরিবারের সবাই এই ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করলো। ব্যাপারটা আমার কাছে অনেকটা মেঘ না চাইতে বৃষ্টি পাবার মত অবস্থা। যাহোক হরেকপন্য গঠনের গল্প বেশি বলে ফেললাম মনে হয়। এর মূল উদেশ্যটা কি তাই বর্ণনা করতে চাচ্ছি। আমরা সচরাচর অনলাইনে বিভিন্ন রকমের পণ্য খুব সহজেই ক্রয় করতে পারছি আজকাল। ইন্টারনেট এবং টেকনোলজির এই যুগে অনলাইনে পন্য ক্রয় অনেকটা রাস্তায় খৈ কিনে সাথে সাথে খাবার মত অবস্থা। তবে আমরা যেখান থেকেই হোক সরাসরি বাজার বা অনলাইন যেখান থেকেই হোক নিজের পছন্দের পণ্য ক্রয় করছি। তবে ব্যাতিক্রম কিছু পণ্য যাতে আমরা পেতে পারি তার জন্যই হরেক পণ্য। হা সাধারণত এমন কিছু পণ্য আছে যা নিত্তান্তই রেয়ার। ইচ্ছা আছে কিন্তু কিনতে পারছেন না। কোথায় পাওয়া যায়। দাম কত। ভাল হবে কিনা ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন কাজ করতে থাকে আমাদের মনে। এমন প্রশ্নের সহজ উত্তর দেয়ার চেষ্টা করবে হরেকপণ্য। প্রাথমিক ভাবে হরেকপন্য দেশের নানা প্রান্ত থেকে রেয়ার সব প্রোডাক্ট কালেক্টের কাজ করছে এখন। খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা নিজেদের দার উন্মুক্ত করতে পারব বলে আশা করছি। আশা করছি সকলকে  সারপ্রাইজড করে দিব হরেকপণ্যের কালেকশন দিয়ে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাল থাকবেন। ধন্যবাদ
  

No comments:

Post a Comment