#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Tuesday, August 25, 2015

ইউটিউব থেকে যে কোন ভিডিও ডাউনলোড করুন...

ইন্টারনেটের জামানায় ইউটিউব চিনে না এমন মানুষ আছে ??? থাকলেও একদম কম। যা হোক আমরা আজকে আলোচনা করবো কি করে একটা মাত্র ক্লিক করে ইউটিউব থেকে যে কোন ভিডিও ডাউনলোড করবেন।

ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্স আমরা সচরাচর সবাই ব্যবহার করে থাকি। হ্যা মজিলা ফায়ারফক্স হচ্ছে সেই মেশিন যিনি আমাদেরকে ইউটিউব থেকে যে কোন ভিডিও ডাউনলোড করতে দিচ্ছেন। এর জন্য আপনাকে একদম সাধারণ এবং সহজ কিছু কাজ করে নিতে হবে। ধাপে ধাপে আমি তা শেয়ার করছি। 


ধাপ ১ঃ প্রথমে আপনাকে মজিলা ফায়ারফক্স ব্রাউজার চালু করতে হবে। 


ধাপ ২ঃ ব্রাউজারের উপরের ডান দিকে ব্রাউজারের সেটিংস আইকনে ক্লিক করতে হবে। 


ধাপ ৩ঃ সেটিংস ক্লিক করলে নানা রকমের ফিচার আসবে। সেখান থেকে 
Add-ons আইকনে ক্লিক করতে হবে। 


ধাপ ৪ঃ এই ধাপে Extension মেনুটি সিলেক্ট করতে হবে। এবং সার্চ বক্সে লিখে দিতে হবে Addons for youtube video download



ধাপ ৫ঃ এইধাপে আপনাকে Addons ডাউনলোড করার জন্য অনেক অনেক লিংক দিবে। সেখান থেকে প্রথমদিককার যে কোন একটি লিংক ক্লিক করে ডাউনলোড করতে হবে। 



ধাপ ৬ঃ এই ধাপে Addons টি ফায়ারফক্সে অ্যাড করে দিতে হবে।


+Add to Firefox এ ক্লিক করার সাথে সাথে সেটা ফায়ারফক্সে অ্যাড হওয়া শুরু করবে। 


ধাপ ৭ঃ এই ধাপে আপনাকে Addons টিকে ইন্সটল করে দিতে হবে ফায়ারফক্সের জন্য। 


ধাপ ৮ঃ এই ধাপে ইন্সটল হলে ফায়ারফক্স রিস্টার্ট করতে বলবে আপনি ফায়ারফক্স ক্লোজ বা বন্ধ করে দিয়ে পুনরায় চালু করে সরাসরি ইউটিউব এ চলে যাবেন। 


ধাপ ৯ঃ ইউটিউবে যে কোন ভিডিও প্লে করে কিছুক্ষন অপেক্ষা করলে ভিডিও প্লে স্ক্রিন এর নিচের দিকে ডাউনলোড নামে একটি বাটন শো করবে। সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে নিজের পছন্দমত ফরম্যাটে। 


আশা করি এই পোষ্টটি সবার ভাল লাগবে। Enjoy your youtube experience 


ধন্যবাদ। সবাই ভাল থাকবেন। 


No comments:

Post a Comment