
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমরা সবাই রুই মাছ খেতে খুব পছন্দ করি। রুই মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেসেপি তৈরি করা যায়, তাই আজকে রুই মাছ দিয়ে একটি মজাদার রেসেপি তৈরি করবো, এটি আপনাদের কাছে খুব ভাল লাগবে। আজকের রেসেপিটির নাম তিলোত্তমা রুই। কিভাবে এই রেসেপিটি তৈরি করা যায় তা জেনে নিন।
যেসব উপকরণ প্রয়োজনঃ ১। বড় রুই মাছের টুকরো ৬ টি
২। সাদা তিল-৪ বড় চামচ
৩। সাদা সরষে-২ চা চামচ
৪। কাঁচা মরিচ-৮ টি
৫। রসুন-৬ কোয়া
৬। আদা বাটা-১ চা চামচ
৭। হলুদ-১ চিমটে
৮। লবণ পরিমাণ মতো
৯। সরষের তেল এক কাপ
১০। দুধ-২ বড় চামচ
১১। পানি পরিমাণ মতো


লিখাটা আপনাদের কেমন লাগলো তা জানার অপেক্ষায় রইলাম,আপনাদের মতামত আমাদের কাম্য।ইমেইল করে বা কমেন্টস এ আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা যতটুকু পারি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকুন , সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।
No comments:
Post a Comment