#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Thursday, May 5, 2016

How to send Large file through email

আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভাল আছেন। আজ আমি দেখাবো কি করে ইমেইলে ২৫ মেগাবাইটের চাইতে বড় কোন ফাইল বা এটাচমেন্ট মেইল করা যায়। ইমেইলে আমরা জানি যে সাধারনত ২৫ মেগাবাইট এর চাইতে বড় কোন ফাইল বা ফোল্ডার পাঠানো যায় না। কিন্তু একটি ভিন্ন পথ অবলম্বন করে আপনি সহজেই সেই ২৫ মেগাইবাইটের বেশি বা বড় সাইজের ফাইল বা ফোল্ডার পাঠাতে পারবেন মেইল করে। আমি আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন তবে সেটা কি দেখা যাক। সেটা হল গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ ব্যবহার করে আপনি যে কোন ইমেইল করতে পারেন যার সাইজ ২৫ মেগাবাইটের এর উরধে। আপনি যে এটাচমেন্ট টি পাঠাবেন তা গুগল ড্রাইভে আপলোড করে নিয়ে তারপর সেখান থেকে ঐ ফাইল বা ফোল্ডার টি শেয়ার করে দিলেই যার ইমেইল আইডি তে শেয়ার করবেন সে পেয়ে যাবে। এই পদ্ধতিতে আপনি সহজেই জরুরী সময় বড় সাইজের ফাইল ইমেইল করে দিতে পারেন। চলুন এইবার প্রাক্টীক্যালী আমরা দেখে নেই। আপনার নিজের জি মেইল আইডি তে যান মেইল আইডি তে যাবার পরে গুগল ড্রাইভে যান। গুগল ড্রাইভে বাম দিকে লাল রঙের বাটন NEW ক্লিক করে আপনার ফোল্ডারটি আপলোড দিয়ে দিন। আপলোড হলে ফোল্ডারটির উপরে রাইট ক্লিক করে +share এ ক্লিক করুন। এরপর আপনার কাংখিত ইমেইল আইডি দিয়ে দিন। ফাইনালি সেন্ড করুন। তাহলেই আপনার মেইলটি সঠিক স্থানে বড় সাইজের এটাচমেন্ট সহ চলে যাবে। 

আরো বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করে ভিডিও টি দেখে নিন। 


ধন্যবাদ। 











No comments:

Post a Comment