#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Sunday, May 8, 2016

কেন ইমেজ থেকে টেক্সট নিতে হবে ?

অফিসে তারাহুরা করে ঢুকেই বসের কল। 
বসঃ রায়হান সাহেব আমার রুমে আসেন তো ।
রায়হান সাহেবঃ আসছি স্যার।
বসঃ এই নিন, এখানে ২৫ পেজের একটা ডকুমেন্ট আছে ইংলিশে লিখা এইটাকে টাইপ করে দিন।
রায়হান সাহেবঃ স্যার! এটা টাইপ করতে গেলে তো ২ ঘন্টার বেশি লেগে যাবে আমার।
বসঃ লাগলে লাগুক। যান যান তারাতারি করে নিয়ে আসুন।
রায়হান সাহেবঃ জী স্যার। টেবিলে এসে মাথায় হাত। ২৫ পেজের ডকুমেন্ট এখন দেখে দেখে টাইপ করে সফট কপি বানায় দিতে হবে ? মেজাজ চরমে উঠে গরম হয়ে গেল সকাল সকাল অফিসে ঢুকেই। 

হ্যা এমন ঘটনা ঘটে আমাদের সাথে সচরাচর। অফিসে এমন কোন ব্যাক্তি নাই যার সাথে এই রকমের ঘটনা ঘটে নাই। সেক্ষেত্রে এই ধরনের সমস্যার ইজি সমাধান আছে তো । দেখে নিন ভিডিও তে। আশা করছি উপকারে আসবে। 





  
  

No comments:

Post a Comment