#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Monday, May 9, 2016

ব্লগ ???? হারাম না হালাল ????

ব্লগ ! শুনলেই মাথা গরম। এই সব খারাপ। নাস্তিকদের কাজ। ভাল মানুষ ব্লগে লিখে না। ব্লা ব্লা ব্লা টাইপের যতসব কুসংস্কার মূলক ধারনা আমাদের সমাজের বেশির ভাগ মানুষের মাথায় সারাদিন ঘুরপাক খাইতে থাকে। আগে ব্লগ জিনিসটা কি সেটা জেনে তারপর না হয় কমেন্টস করি। 

ব্লগঃ হচ্ছে এমন কিছু ওয়েব সাইট যা কন্টেন্ট টাইপের বা বিভিন্ন তথ্য দিয়ে লিখা আকারে প্রকাশিত হয়। নানা রকমের তথ্য ভান্ডার হচ্ছে অনলাইন ব্লগ। জানেন তো পুরা দুনিয়ার যত ওয়েব সাইট আছে তার ৮০% ব্লগ। বাকি গুলি বিসনেস ওয়েব সাইট।

এখন কথা হল কে ব্লগকে কি কাজে কিভাবে ব্যবহার করবে তা ঐ ব্যাক্তির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্ম, উদ্দেশ্য ইত্যাদির এর উপর নির্ভর করে। কেউ ধর্ম নিয়ে লিখে, কেউ রাজনীতি, কেউ ফ্যাশন নিয়ে লিখে, কেউ অর্থনীতি। তবে মজার ব্যাপার হল সকল ব্লগের কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য বিদ্যমান থাকে। যা প্রতিটি মানুষের প্রতিটি কাজের জন্যই থাকে। ভাল কাজে ব্যবহার করা হল আমার উদ্দেশ্য। এখন আশা করছি ব্লগ নিয়ে আজাইরা যে ধ্যান ধারনা তা পরিবর্তন হবে সবার। ও ও ও একটা চরম সত্যিও বিদ্যমান রয়েছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। তা হল " কুত্তার লেজ কইলাম সোজা হয় না।" অর্থাৎ যারা হুইন্নাই কোন সিদ্ধান্ত নেয় তারা উলটা পালটা কথা বলেই যাবে। তাদের বুঝাইতে গেলে নিজেও পাগল হবার চাস্ন সহসাই বিদ্যমান। তাই অন্য মাইনসের পরিবর্তন করার চিন্তা ভাবনা বাদ দিয়া নিজের পরিবর্তন সাধনে উদ্দোগি হইতে হইতাছে।

সারাংশঃ   ব্লগ কোনমতেই নেগেটিভ কিছু না। ভাল কাজের জন্যই দুনিয়ার বেশির ভাগ ব্লগ বানানো হইছে। শয়তান টাইপের কিছু পুলাপাইন তো থাকবেই। যারা কোন বিশেষ স্বার্থের আশায় উলট পালট কাজ করেছে প্রথম দিকে, এখন করছে, ভবিষ্যতয়েও করবে। পাত্তা দিয়েন না। ভাল গ্রহন করেন। কাজে আসবে।

--- নৃ তান্ত্রিক  

No comments:

Post a Comment