#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Sunday, May 8, 2016

চিন্তা তবে করছি - নৃ তান্ত্রিক

সময়ের সাথে সাথে নিজের পরিবর্তন সাধন করাই বুদ্ধিমানের কাজ হিসেবে বিবেচিত হচ্ছে দিনকে দিন নিজের কাছেই। আসলে কোন মানুষ কোন মানুষকে পরিবর্তন করতে পারে না তা এখন প্রমানিত। আর এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতেই হবে আমাদের সকলের। আপনি বা আমি যে ঘরানার মানুষ তা অন্যের সাথে হুবহু মিলবে এমন কোন যৌক্তিক কারণ আজীবন সন্ধান করেও পাবেন না। আর মিলাতে গেলে তো পুরো দমেই সময় নষ্ট হবে। বিবেচনা করে দেখুন যে অবস্থায় আমি আছি তাই ভাল। যার সাথে মিলাতে যাচ্ছি তার আসল অবস্থা বা বাস্তবিক অবস্থা আমি জানি না। জানা সম্ভব ? আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে না। তাহলে তার সাথে নিজেকে মিলাতে যাবার আদৌ কোন কারণ রয়েছে বলে আমার মনে হয় না। প্রতিটি মানুষ ভিন্ন। হ্যা, হয়তো অনেকের মধ্যে অনেক রকমের মিল আছে। কিন্তু তবুও ভিন্ন সবাই। আসলে ভিন্নতার জন্যই মানুষ এক এক জন এক এক রকম। শুধু মাঝে মধ্যে রসায়ন মিলে আর কি। তবে আধুনিক কালে এই রসায়ন ব্যাপক হারে পরিবর্তিত হচ্ছে কোন প্রকারের নোটিশ বা আগাম বার্তা ছাড়াই। এখন সব কিছু মিলালে যা পাই তা হল নিজের পরিবর্তন সাধন। অন্যের পরিবর্তন সাধন করতে গেলেই অবজ্ঞা আসে। মন খারাপ হয়। তাই অন্যের কথা বাদ দিয়ে নিজের আত্ন উন্নয়ন সাধনে ব্রত হওয়াই হবে সময়ের কাজ।

--- নৃ তান্ত্রিক  

No comments:

Post a Comment