অনলাইনে আয়- পর্ব ২ঃ
৫ টা জিনিস যদি নিজের মধ্যে থাকে তাহলে আপনি সহসাই অনলাইনে আয় করতে পারবেন। মনে রাইখেন দুনিয়ায় সব কিছু চাইলেই পাওয়া যায় না, আবার অনেক কিছু চাইলেই পাওয়া যায় যদি ঐ চাওয়ার সাথে কঠোর পরিশ্রম থাকে।
আপনি কিছুই পারেন না। পারার ইচ্ছা থাকলে আপনিও পারবেন। তাহলে শুরু করুন আজই। কিভাবে ? প্রথমত চলুন নিজের কিছু আজাইরা চিন্তা ভাবনা থেকে নিজেকে সরিয়ে আনি। কেননা স্টুপিডিটি মানুষকে কোনদিন কিছু দিতে পারে নাই। পারবেও না। হেয় এটা করছে, সে ওটা করছে, হা হা হি হি টাইপের আজাইরা কথা বার্তা নিজেদের মধ্য থেকে পরিহার করতে হবে। এরপর গঠন মূলক আলোচনা করে গ্রুপে গ্রুপে কাজ শুরু করতে হবে। যে যা জানে তা অন্যদের সাথে শেয়ার করতে হবে। সবাই সবার কথা মুল্যায়ন দিতে হবে।
আমাদের মধ্যে এক এক জন এক এক টা কাজে এগিয়ে আছে। এটা কিন্তু ঐ ব্যাক্তির এডভান্টেজ। আমি পারি না এটা আমার ব্যারথতা না কিন্তু। এইটা আমার অনিচ্ছা। আমিও পারতেই পারি যদি এখনই শুরু করে দেই।
চলবে..................
No comments:
Post a Comment