#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Tuesday, May 17, 2016

আমি আজ লজ্জিত !

হায় হায় ! আমরা কি লজ্জিত ? নাকি উৎফুল্ল ? আমাদের সম্মান প্রদান সংক্রান্ত মানসিক ক্ষমতা এতো নিচে নামে কিরে করে ? কোন কিছু যাচাই নয় , কোন কিছু বিবেচনা নয় শুনা কথায় কান দিয়েই কোন একজন মানুষ গড়ার কারিগরকে তার শিশ্যদের সামনে অপমান, অপদস্ত করতে বাধে নাই একটু ও ? এতো তারাতারি কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হয় কি করে ? ধর্ম দুনিয়ার মানুষের সবচেয়ে সম্মানের ব্যাপার সবাই তা জানে। এই ব্যাপার কটূক্তি করার চিন্তা একজন প্রধান শিক্ষক করেন না তা তো সাধারন সেন্সেই বোঝা যায়। কেউ মাইকে বলল আর বাকিরা তা যাচাই বাছাই না করেই ক্ষিপ্ত হয়ে পরল ???? কই যাচ্ছে বিবেক ? কই যাচ্ছে বিবেচনা ? এমন চলতে থাকলে আমরা তাহলে কেমন শিক্ষক পাবো আর আমাদের পরবর্তী প্রজন্মই বা কি শিক্ষা পাবে ??? আল্লাহর তরফ থেকে হেদায়েত হোক তাদের যারা সত্য মিথ্যা যাচাই না করেই কোন সিদ্ধান্তে উপনিত হয়। লজ্জিত আমিও।হায় হায় ! আমরা কি লজ্জিত ? নাকি উৎফুল্ল ? আমাদের সম্মান প্রদান সংক্রান্ত মানসিক ক্ষমতা এতো নিচে নামে কিরে করে ? কোন কিছু যাচাই নয় , কোন কিছু বিবেচনা নয় শুনা কথায় কান দিয়েই কোন একজন মানুষ গড়ার কারিগরকে তার শিশ্যদের সামনে অপমান, অপদস্ত করতে বাধে নাই একটু ও ? এতো তারাতারি কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হয় কি করে ? ধর্ম দুনিয়ার মানুষের সবচেয়ে সম্মানের ব্যাপার সবাই তা জানে। এই ব্যাপার কটূক্তি করার চিন্তা একজন প্রধান শিক্ষক করেন না তা তো সাধারন সেন্সেই বোঝা যায়। কেউ মাইকে বলল আর বাকিরা তা যাচাই বাছাই না করেই ক্ষিপ্ত হয়ে পরল ???? কই যাচ্ছে বিবেক ? কই যাচ্ছে বিবেচনা ? এমন চলতে থাকলে আমরা তাহলে কেমন শিক্ষক পাবো আর আমাদের পরবর্তী প্রজন্মই বা কি শিক্ষা পাবে ??? আল্লাহর তরফ থেকে হেদায়েত হোক তাদের যারা সত্য মিথ্যা যাচাই না করেই কোন সিদ্ধান্তে উপনিত হয়। লজ্জিত আমিও।

No comments:

Post a Comment