#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Monday, May 16, 2016

অনলাইনে আয় করা শুরু করুন


অনলাইনে আয়ঃ ভাবছি এই নিয়ে লিখা শুরু করবো। একটা ব্যাপার খুব ভাল লাগলো চিন্তা করে। আমার স্কুল বন্ধুদের মধ্যে কেউ কেউ অনলাইনে আয় এর ব্যাপারে ভালই অগ্রসর হয়েছে। ব্যাপার টা চমৎকার। তবে বাকিদের ও শুরু করা উচিত এখনই। আমরা কোন একটা বিশেষ কারণে হোক আর ইচ্ছা হোক যে কোন কারণে একটু পিছায় আছি। তবে এখন ইচ্ছা করলে এই পিছু অবস্থান পরিবর্তন করা সম্ভব। সবাই তো ভালই অনলাইনে থাকে এবং ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে আমরা কেন ইনকাম থেকে পিছিয়ে থাকবো ??? অনেক অনেক রাস্তা আছে অনলাইনে ইনকাম করার জন্য। তবে বিশেষ কিছু শর্ত আছে। তা অবশ্যই ফুলফিল করা লাগবে। এছাড়া সামনে আগানো সম্ভব নয়। সেগুলো কি ?
১। ইচ্ছা 
২। পরিশ্রম
৩। ডেডিকেশন
৪। ধৈর্য
৫। লেগে থাকা
মনে রাখতে হবে কেউ কিছু পারে না। আস্তে আস্তে শিখে নিতে হয় এবং ভাল জিনিসটা গ্রহন করা লাগে। অবশ্যই কাউকে নেগলেটেড করা উচিত নয় আমাদের। কেননা কে কি করতে পারে তা আমরা কেউ জানি না। সেক্ষেত্রে প্রতিটি মানুষকে মুল্যায়ন করা আমাদের উচিত। 
ধারাবাহিক ভাবে লিখে যাব। 

No comments:

Post a Comment