Thursday, September 21, 2017
Wednesday, September 20, 2017
Monday, September 11, 2017
Saturday, September 9, 2017
How to delete google search content records from your browser (Bengali)
নিজের গুগল সার্চের তালিকা থেকে সব তথ্য মুছতে চাইলে শুরুতে myactivity.google.com -এ লগইন করতে হবে। তারপর ডিলিট অ্যাক্টিভিটি অপশনটি ক্লিক করুন। এ পর্যায়ে কতদিনের তথ্য এবং কি ধরনের তথ্য মুছতে চান তা দেখাবে। এটা নির্বাচন করার পর ডিলিট অপশনে ক্লিক করলেই আপনার সার্চ তালিকায় থাকা তথ্যগুলো মুছে যাবে।
স্মার্টফোনেও একইভাবে myactivity.google.com -এ লগইন করুন। এরপর মাই অ্যাক্টিভিটি অপশনের বাম পাশে তিনটি লাইন চিহ্নিত একটি মেনু অপশন আসবে। সেখানে গিয়ে আগে উল্লেখিত নিয়ম অনুসরণ করে ডিলিট করে দিতে পারবেন আপনার সার্চ তালিকা।
স্মার্টফোনেও একইভাবে myactivity.google.com -এ লগইন করুন। এরপর মাই অ্যাক্টিভিটি অপশনের বাম পাশে তিনটি লাইন চিহ্নিত একটি মেনু অপশন আসবে। সেখানে গিয়ে আগে উল্লেখিত নিয়ম অনুসরণ করে ডিলিট করে দিতে পারবেন আপনার সার্চ তালিকা।
Friday, September 8, 2017
Thursday, September 7, 2017
Tuesday, September 5, 2017
Friday, September 1, 2017
Thursday, August 31, 2017
Saturday, August 5, 2017
Tuesday, June 6, 2017
নিন্দুক পরম বন্ধু
এই যে ধারনাটা আসলে কোন কনসেপ্টে আসছে তা কিন্তু প্রাথমিক দিকে কেউ তেমন বিবেচনা করেই না। সবার মনে কিন্তু স্বাভাবিক প্রশ্ন জাগে যে নিন্দুক কি করে পরম বন্ধু হয় ?
তাই তো ! আমার সকল কাজেই নিন্দা করছে এমন লোক কি করে আমার পরম বন্ধু হয়। চিন্তা করে করে ভেবে ভেবে তারপর কিছু টুকটাক উত্তর অনেকের মিলতেই পারে। সেটা কেমন ? চলুন একটু আলোচনা করি।
কেউ কোন কাজ করছে এবং কিছু লোক (যাকে নিন্দুক বলা হয়) সব সময় সেই কাজের উপর কিছু না কিছু ভুল ধরবেই অথবা নিন্দা করবেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়। অর্থাৎ এমন নয় যে একজন কোন একটি কাজ করলো তাতে ভুল হচ্ছে। হ্যা ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু তা কিন্তু সব মানুষেরই হয়। সেক্ষেত্রে কিছু মানুষ আছেই যারা সেই কাজে ভুল ভ্রান্তি বা ত্রুটি গুলি খুজে বের করবে। তাঁর বা তাদের কাজই এই রকমের। আল্টিমেটলি এই বিষয় গুলি কিন্তু আমাদের কাজের জন্য কোন মতেই ক্ষতিকর নয়। ক্ষতিকর নয় কি কারণে তাঁর একটা ছোট আলোচনা করি।
কেউ একটা বই লিখে তা ছাপিয়ে প্রকাশ করলো। নামে বা চেহারা দেখে অনেকেই বই আবেগের বসে কিনে ফেললো। পড়েও ফেললো অনেকেই। কিন্তু কেউ কেউ আছে প্যাচ ধরে বসলো যে বইয়ের প্রচ্ছদ ভাল হয় নাই। কেউ কেউ বলবে লিখা গুলি গোছানো না। এই গুলি কিন্তু মোটেও খারাপ না। কোন কারণে তা খারাপ না সেটা বলছি। প্রচ্ছদ সবার কাছে ভাল লাগবে এমন কোন কারণ নাই। সেক্ষেত্রে বইয়ের প্রচ্ছদ করার সময় আগেই বিবেচনা করা উচিত বই টা কোন ক্যাটাগরির। তারপর বিবেচনা করতে হবে বইটা কোন বয়সের পাঠকের জন্য। লিখার ধরন কেমন হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে হবে কি ? হবে হচ্ছে নিজের যদি কোন প্রকারের কোন দুর্বলতা থাকে বা পাঠকের মানসিকতা বুঝার জন্য যে সকল বিষয় জানা দরকার তা ক্লিয়ার হয়ে যায়। তাহলে সহজেই বুঝা যাচ্ছে যারা ভাল কাজের জন্য নিন্দা করে তারাই গোপনে আমাদের উপকারই করছে বটে।
কেউ একটা বই লিখে তা ছাপিয়ে প্রকাশ করলো। নামে বা চেহারা দেখে অনেকেই বই আবেগের বসে কিনে ফেললো। পড়েও ফেললো অনেকেই। কিন্তু কেউ কেউ আছে প্যাচ ধরে বসলো যে বইয়ের প্রচ্ছদ ভাল হয় নাই। কেউ কেউ বলবে লিখা গুলি গোছানো না। এই গুলি কিন্তু মোটেও খারাপ না। কোন কারণে তা খারাপ না সেটা বলছি। প্রচ্ছদ সবার কাছে ভাল লাগবে এমন কোন কারণ নাই। সেক্ষেত্রে বইয়ের প্রচ্ছদ করার সময় আগেই বিবেচনা করা উচিত বই টা কোন ক্যাটাগরির। তারপর বিবেচনা করতে হবে বইটা কোন বয়সের পাঠকের জন্য। লিখার ধরন কেমন হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে হবে কি ? হবে হচ্ছে নিজের যদি কোন প্রকারের কোন দুর্বলতা থাকে বা পাঠকের মানসিকতা বুঝার জন্য যে সকল বিষয় জানা দরকার তা ক্লিয়ার হয়ে যায়। তাহলে সহজেই বুঝা যাচ্ছে যারা ভাল কাজের জন্য নিন্দা করে তারাই গোপনে আমাদের উপকারই করছে বটে।
Monday, June 5, 2017
রমজানে ব্যবসায়ীদের ব্যবসায়ীক মনোভাব এবং সাধারণ মানুষ
মাহে রমজানের শুভেচ্ছা। যদিও ব্যবসার ব ও আমার জানা নাই বা বলতে গেলে ব্যবসার কিছুই আমি বুঝি না। তবে চারিদিকের নানা রকম ব্যবসায়ীদের ব্যবসায়ীক অবস্থা দেখে মনে হয় এই বিষয়ে কিছু একটা লিখেই ফেলি। শুনে আসছি অনেক বছর ধরেই যে, বাংলাদেশ ব্যতিত পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে গুলিতে নাকি রমজানে ব্যবসায়ীরা ব্যবসায়ীক মনোভাব বন্ধ করে দিয়ে সেবা মূলক মনোভাব তৈরি করে কাজ করে। অপরদিকে আমাদের অর্থাৎ বাংলাদেশের ব্যবসায়ীরা তো রমজান পেলে অনেকটা ব্যবসায়ের স্বর্গ পাবার মত অবস্থা হয়ে যায়। কে কিভাবে, কি উপায়, সহজেই অনেক বেশি টাকা আয় করতে পারবে তাঁর রিতিমত প্রতিযোগিতা লেগে যায় ব্যবসায়ীদের মধ্যে। সেক্ষেত্রে অতিরিক্ত মুনাফা অর্জনের নিমিত্তে তারা নানা রকমের অবৈধ কর্ম কান্ড করে বসে সাধারণ ভোক্তা থেকে শুরু করে সমাজের উচু শ্রেনী পর্যন্ত সবার সাথেই। গত কয়েকদিন আগেই রাস্তার পাশের সবজি দোকান থেকে সবজী কিনতে গিয়েই লখ্য করলাম যে সবজি দোকানী এতো দ্রুত ওজন করছেন যেন সঠিক মাপ টা লক্ষ্য করার মত সময়ও ক্রেতার মেলা ভার। অন্য জায়গায় নিয়ে সেই পণ্যের ওজন করলেই ১০০ গ্রাম থেকে ২০০ গ্রাম পর্যন্ত কম পাওয়া যাচ্ছে।
ফলের দোকানে লক্ষ্য করলে মাথা পুরাই নষ্ট হবার উপক্রম হয়। যে আপেলের মূল্য ছিল ১৭০ টাকা রমজানের দুই দিন আগেও, কিন্তু রমজান শুরু হতেই তা ২২০ টাকায় পৌছে গেছে। একই অবস্থা প্রতিটি পণ্যের ক্ষেত্রেই। যারা রেডিমেড ইফতার আইটেম কিনেন তারাও নানা রকমের ইফতার বেশি মূল্য দিয়েই কিনছেন প্রতিদিন। এই ব্যাপারে অবশ্য ভোক্তার কোন মাথা ব্যাথা লক্ষ্য করা যায় না। কেননা সবারই ইচ্ছা থাকে ইফতারে কমপক্ষে একটু মুকরোচক ইফতার হোক। তাই তারা বেশি দাম হলেও তেমন একটা পাত্তা দিতে চান না এই ইস্যুতে। কিন্তু এই পাল্লায় নিম্ন আয়ের মানুষেরা অনেকটাই পিছিয়ে পরে আছে। তারা ইচ্ছা করলেও অনেক কিছুই নিজের মত করে ক্রয় করতে পারছেন না।
যদিও সব সময় আমরা একটা কমন ডায়ালগের মধ্যেই চলছি। তা হল নিত্যপণ্য ক্রয় সিমানার মধ্যে রাখতে হবে সরকারের। কিন্তু এই কথাটা অনেকটা প্রবাদের মতই হয়ে গেছে। কেউ মানবে এমন চিন্তা করাও মোটামুটি ভয়ংকর। আমাদের পরবর্তি দিন গুলি কেমন হবে তা আমরা এখনই খুব সহজেই অনুভব করতে পারি। কতটা ভয়ংকর অবস্থার মধ্যে দিয়ে দিন পার করা লাগবে তাও টের পাই প্রতি মুহুর্তে এই সব জালিম ব্যবসায়ীদের আচার আচরণের কারণে। দোয়া করি আল্লাহ যাতে এই সব ব্যবসায়ীদের মনের ভেতরে আলোকিত করেন এবং সমাজের মানুষের কথা বিবেচনা করে এই একটি মাত্র পবিত্র মাস, সংযমের মাসকে তারা ব্যবসায়ীক মাস হিসেবে না দেখে সেবার মাস হিসেবে দেখতে পারে।
Wednesday, April 19, 2017
Monday, March 27, 2017
Monday, March 20, 2017
Modern Business Card Design in Illustrator (Part 1)
আসসালামু আলাইকুম বন্ধুরা। কি করে আমরা খুব সহজেই একটি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি তাই এই ভিডিওতে দেখানো হয়েছে। আসা করি কাজে দিবে আপনাদের।
Monday, February 27, 2017
Sunday, February 19, 2017
Wednesday, February 15, 2017
Tuesday, January 31, 2017
Monday, January 30, 2017
Friday, January 13, 2017
Subscribe to:
Posts (Atom)