#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Tuesday, June 6, 2017

নিন্দুক পরম বন্ধু

এই যে ধারনাটা আসলে কোন কনসেপ্টে আসছে তা কিন্তু প্রাথমিক দিকে কেউ তেমন বিবেচনা করেই না। সবার মনে কিন্তু স্বাভাবিক প্রশ্ন জাগে যে নিন্দুক কি করে পরম বন্ধু হয় ?
তাই তো ! আমার সকল কাজেই নিন্দা করছে এমন লোক কি করে আমার পরম বন্ধু হয়। চিন্তা করে করে ভেবে ভেবে তারপর কিছু টুকটাক উত্তর অনেকের মিলতেই পারে। সেটা কেমন ? চলুন একটু আলোচনা করি। 

কেউ কোন কাজ করছে এবং কিছু লোক (যাকে নিন্দুক বলা হয়) সব সময় সেই কাজের উপর কিছু না কিছু ভুল ধরবেই অথবা নিন্দা করবেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়। অর্থাৎ এমন নয় যে একজন কোন একটি কাজ করলো তাতে ভুল হচ্ছে। হ্যা ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু তা কিন্তু সব মানুষেরই হয়। সেক্ষেত্রে কিছু মানুষ আছেই যারা সেই কাজে ভুল ভ্রান্তি বা ত্রুটি গুলি খুজে বের করবে। তাঁর বা তাদের কাজই এই রকমের। আল্টিমেটলি এই বিষয় গুলি কিন্তু আমাদের কাজের জন্য কোন মতেই ক্ষতিকর নয়। ক্ষতিকর নয় কি কারণে তাঁর একটা ছোট আলোচনা করি।

কেউ একটা বই লিখে তা ছাপিয়ে প্রকাশ করলো। নামে বা চেহারা দেখে অনেকেই বই আবেগের বসে কিনে ফেললো। পড়েও ফেললো অনেকেই। কিন্তু কেউ কেউ আছে প্যাচ ধরে বসলো যে বইয়ের প্রচ্ছদ ভাল হয় নাই। কেউ কেউ বলবে লিখা গুলি গোছানো না। এই গুলি কিন্তু মোটেও খারাপ না। কোন কারণে তা খারাপ না সেটা বলছি। প্রচ্ছদ সবার কাছে ভাল লাগবে এমন কোন কারণ নাই। সেক্ষেত্রে বইয়ের প্রচ্ছদ করার সময় আগেই বিবেচনা করা উচিত বই টা কোন ক্যাটাগরির। তারপর বিবেচনা করতে হবে বইটা কোন বয়সের পাঠকের জন্য। লিখার ধরন কেমন হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে হবে কি ? হবে হচ্ছে নিজের যদি কোন প্রকারের কোন দুর্বলতা থাকে বা পাঠকের মানসিকতা বুঝার জন্য যে সকল বিষয় জানা দরকার তা ক্লিয়ার হয়ে যায়। তাহলে সহজেই বুঝা যাচ্ছে যারা ভাল কাজের জন্য নিন্দা করে তারাই গোপনে আমাদের উপকারই করছে বটে। 

No comments:

Post a Comment