#blog-pager{clear:both;margin:30px auto;text-align:center; padding: 7px; } .blog-pager {background: none;} .displaypageNum a,.showpage a,.pagecurrent{font-size: 13px;padding: 5px 12px;margin-right:5px; color: #AD0B00; background-color:#FAB001;} .displaypageNum a:hover,.showpage a:hover, .pagecurrent{background:#DB4920;text-decoration:none;color: #fff;} #blog-pager .pagecurrent{font-weight:bold;color: #fff;background:#DB4920;} .showpageOf{display:none!important} #blog-pager .pages{border:none;}

Friday, April 29, 2016

আমার কথা ২৯ এপ্রিল ২০১৬ ইং

অনেক দিন যাবতই তো চিন্তা করছি লিখি। কি লিখবো তাই ভেবে স্থির করতে পারছিলাম না। অবশেষে ভেবে দেখলাম মাথায় যা ঘুরে তাই লিখে ফেলবো। সন্ধ্যায় বের হয়েছিলাম এমনিতেই আশেপাশে রিকশায় ঘুরবো বলে। যা চিন্তা করেছি তাই করেছি। প্রচন্ড গরম, ব্যাপসা গরমটা অসহ্য লাগে। আমার ত্বক মারাত্নক রকম তৈলাক্ত তাই গরম ভাল লাগে না। তবূও সাদা শার্ট আর জিন্স পরে বের হলাম। আমার ঘরনী আর ছেলেকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। টার্গেট ছিল পিজা খাবো। কিন্তু মনটা সায় দিল না। টাকা পয়সার সমস্যা যাচ্ছে তাই। ভাবছিলাম এই দিকে যদি ফুটানি করি তাইলে ঐ দিকের অবস্থা চিন্তা করবে কে। তাই হল না আবার ফিরে আসলাম আরেকটা রিকশা করে। তবে বাইরে যতক্ষণ রিকশায় ছিলাম ভালই লেগেছে। 

No comments:

Post a Comment